Dr. Neem on Daraz
Victory Day

পরিবেশ ছাড়পত্রহীন ২৩১ কারখানা বন্ধের নির্দেশ হাইকোর্টের


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২০, ০২:১৩ পিএম
পরিবেশ ছাড়পত্রহীন ২৩১ কারখানা বন্ধের নির্দেশ হাইকোর্টের

বুড়িগঙ্গা নদীর আশপাশে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই  গড়ে ওঠা ২৩১টি প্রতিষ্ঠানের কারখানা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

বুড়িগঙ্গায় পানি দূষণের বিষয়ে এক রিটের শুনানিতে সোমবার (২০ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের নেতৃত্বাধীন একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
ওয়াসাসহ সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠানকে এ বিষয়ে ব্যবস্থা নিয়ে আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে অগ্রগতি জানানোর জন্য বলা হয়েছে।

রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ এ তথ্য জানান।

আরআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে