Dr. Neem on Daraz
Victory Day

রাজশাহীতে রিমঝিম বৃষ্টি, ঝড়ে ফলের ক্ষতি


আগামী নিউজ | আমানুল্লাহ আমান, রাজশাহী জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ১১, ২০২১, ০৫:১০ পিএম
রাজশাহীতে রিমঝিম বৃষ্টি, ঝড়ে ফলের ক্ষতি

ছবি: আগামী নিউজ

রাজশাহীঃ নগরীতে রিমঝিম বৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ মে) দুপুর পৌনে একটা থেকে আড়াইটা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়। এতে জনজীবনে স্বস্তি নেমে এসেছে। তবে জেলার কয়েকটি উপজেলার বৃষ্টির সাথে ঝড় বয়ে যাওয়ায় ফলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, জেলায় মঙ্গলবার বৃষ্টিপাত হয়েছে ২০ মিলিমিটার। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে জেলায় বয়ে যাওয়া ঝড়ের গতিবেগ ছিল ১২-১৪ নটিক্যাল মাইল। 

নগরবাসী জানান, বৃষ্টিতে তাদের স্বাভাবিক কাজকাম ব্যহত হলেও এ বৃষ্টি খুব জরুরী ছিল। তীব্র তাপদাহ ও গরমের পর এমন রিমঝিম বৃষ্টিতে স্বস্তি ফিরে এসেছে। ঈদের প্রস্ততি আরো ভালমতো নিতে পারছেন তারা।

তবে জেলার পুঠিয়া, দুর্গাপুর, বাগমারা ও মোহনুপরে বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার ফলে ফলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাগানীরা। বিশেষ করে আম ও লিচু চাষিরা পড়েছেন দুশ্চিন্তায়। অবশ্য কৃষকদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

বৃষ্টিপাতে ব্যাপারে রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রেজওয়ানুল হক আগামী নিউজকে বলেন, হঠাৎ করেই এ বৃষ্টিপাত। বৃষ্টির সাথে ঝড় হওয়ায় ক্ষতি হতে পারে। তবে ঈদুল ফিতরের সময়ে আরো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে