Dr. Neem on Daraz
Victory Day

১৫ ফুটের কিং কোবরা ঘাপটি মেরে ছিলো ঘরে 


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ১২, ২০২০, ১২:৪১ পিএম
১৫ ফুটের কিং কোবরা ঘাপটি মেরে ছিলো ঘরে 

সংগৃহীত ছবি

ঢাকা: ভারতের তামিলনাড়ুর ভেলিয়াঙ্গিরি পর্বতের পাদদেশে ছোট্ট গ্রাম নারাসিপুরাম। এই গ্রামের বাসিন্দাদের কয়েক দিন বিশাল এক কিং কোবরার কারণে নির্ঘুম গেছে। অনেক চেষ্টার পর শনিবার (১১ জুলাই) গ্রামটি থেকে উদ্ধার করা হয়েছে ১৫ ফুট লম্বা কোবরাটি।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সাপটিকে পরে সিরুভানি বনাঞ্চলে ছেড়ে দিয়েছেন বনবিভাগ। 

এর আগে পাশের আরেকটি গ্রাম থেকে রাসেল ভাইপার উদ্ধার করা হয়। পৃথিবীর অন্যতম বিষধর সাপ বলে পরিচিত এই রাসেল ভাইপার। সাপটি স্থানীয় এক ব্যক্তির বাথরুমে লুকিয়ে ছিল।

আগামীনিউজ/এমআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে