Dr. Neem on Daraz
Victory Day

পাখির কলকাকলিতে মুখরিত কড়াই বিল


আগামী নিউজ | আগামীনিউজ ডেস্ক প্রকাশিত: মার্চ ৮, ২০২০, ০৯:৩২ এএম
পাখির কলকাকলিতে মুখরিত কড়াই বিল

দিনাজপুরের কড়াই বিল এখন অতিথি পাখির কোলাহলে মুখরিত। এ কারণে সেখানে প্রকৃতিপ্রেমীদের আনাগোনা বেড়েছে।

দিনাজপুর জেলা শহর থেকে সড়ক পথে ৯ কিলোমিটার পশ্চিমে বিরল থানার মধ্যে অবস্থিত এ বিল। জেলা সদর থেকে বিরল হয়ে সড়ক পথে এখানে আসা যায়। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ চিত্তবিনোদনের জন্য বা পিকনিক করার জন্যও এখানে আসেন। কোলাহলমুক্ত মায়াবী হাতছানীর স্থান এটি। বছরের সব  সময়েই পর্যটকরা এখানে আসেন। শীতের মৌসুমে কড়াই বিল অতিথি পাখিতে ভরে যায়।

সুদূর সাইবেরিয়া থেকে এখানে হাজার হাজার পাখি আসে। এসব পাখির কলরব প্রকৃতিপ্রেমিকদের মুগ্ধ করে। বিরল থানার মুক্তিযোদ্ধা সমবায় সমিতি কড়াই বিল পরিচালনা করে। পাখির কোলাহল-কলকাকলি ছাড়াও দৃষ্টিনন্দন কড়াই বিলে রয়েছে বিভিন্ন গাছগাছালির উদ্যান।

পথে যেতে যেতে দেখা মেলে বিশাল ক্যানেল, বিলের পাড় ও বিভিন্ন পাতাবাহারি গাছের। বিলের চারপাশে বিভিন্ন ধরনের সবুজ গাছগাছালি রয়েছে। কড়াই বিল প্রকল্পের সভাপতি আবদুল কাশেম (অরু) জানান, মূলত কড়াই বিলে মাছচাষ করা হয়। বিলের আয় সমিতির সদস্যদের মধ্যে বণ্টন করা হয়।

আগামীনিউজ/মাসুম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে