ঢাকা : হঠাৎ করে দমকা হাওয়াসহ ঝড়ো বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়। বুধবার রাত ৮টার দিকে হঠাৎ এ ঝড়-বৃষ্টিতে বিপাকে পড়ে ঘরে ফেরা মানুষ।
আবহাওয়া অফিস বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এই অবস্থায় বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় (০৬-১২) কিমি, যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ঘণ্টায় ৩০-৪০ কিমি পর্যন্ত উঠতে পারে।
শুক্রবার পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকবে। আর সোমবার নাগাদ বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা।
আগামীনিউজ/সবুজ