Dr. Neem on Daraz
Victory Day

প্রজাপতির রাজ্য ঘুরতে চান?


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২০, ১১:৩৩ এএম
প্রজাপতির রাজ্য ঘুরতে চান?

ঢাকা : দেশের প্রথম প্রজাপতি পার্কটি চট্টগ্রাম জেলার শাহ আমানত বিমানবন্দর ও পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্নে অবস্থিত। প্রায় ৬ একর জায়গা জুড়ে এই পার্কটি গড়ে তোলা হয়েছে। পার্কটিতে প্রায় ২০০ প্রজাতির এক হাজারেরও বেশি প্রজাপতি রয়েছে।

বিশেষজ্ঞদের মাধ্যমে পার্কের প্রজাপতির কৃত্রিম প্রজনন করানো হয়। আর মার্চ থেকে আগস্ট/সেপ্টেম্বর মাস হল প্রজাপতির স্বাভাবিক প্রজননের সময়।

প্রজাপতি পার্কের সামনে রয়েছে বিশালাকার প্রজাপতির ছবি। পার্কে প্রবেশ পথের পরেই রয়েছে কৃত্রিম ঝর্ণা, বাটারফ্লাই জোন ও বাটারফ্লাই মিউজিয়াম। প্রজাপতি জাদুঘরের সামনে আছে শিশুদের খেলাধূলার জন্য আকর্ষণীয় রাইড। আর পার্কের জলাশয়ে আছে সাম্পান নৌকায় ভ্রমণের সুবিধা। প্রজাপতি উদ্যানে রয়েছে বনভোজনের সুব্যবস্থা।

এছাড়া বিভিন্ন ধরণের অনুষ্ঠান আয়োজনের জন্য রয়েছে কনফারেন্স রুম। আরো রয়েছে রেস্টুরেন্ট ও আধুনিক রেস্ট হাউসের সুবিধা।

প্রজাপতির দেখতে কখন যাবেন : প্রজাপতি রৌদ্রোজ্বল দিন পছন্দ করে। সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত প্রজাপতির মেলা দেখা যাবে। বিকেল বেলা বা আবহাওয়া মেঘলা থাকলে প্রজাপতিরা সাধারনত ঝোপের আড়ালে লুকিয়ে যায়।

সময়সূচী : প্রজাপতি পার্কটি সপ্তাহের সাত দিন সকাল ৯টা ৩০মিনিট থেকে সূর্যাস্থ পর্যন্ত খোলা থাকে। আর পার্কের রেস্টুরেন্টটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে।

প্রবেশ মূল্য : প্রাপ্তবয়স্ক বাংলাদেশী নাগরিকদের জন্য প্রজাপতি পার্কের প্রবেশ টিকেটের মূল্য ১০০ টাকা ও বাচ্চাদের জন্য প্রবেশ মূল্য ৫০ টাকা। সার্ক ভুক্ত দেশের নাগরিক এবং অন্য বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ টিকেটের মূল্য যথাক্রমে ১৫০ ও ২০০ টাকা।

হোটেল ভাড়া : প্রজাপতি পার্ক রিসোর্টের স্ট্যান্ডার্ড ক্যাটাগরির প্রতিটি কক্ষের ভাড়া ৫০০০ টাকা (প্রতি ২৪ ঘণ্টা), সুপার ডিলাক্স ক্যাটাগরির কক্ষের ভাড়া ৬৫০০ টাকা (প্রতি ২৪ ঘণ্টা), প্রজাপতি স্যুইটের ভাড়া ৮৫০০ টাকা (প্রতি ২৪ ঘণ্টা)।

কিভাবে যাবেন : প্রজাপতি পার্কে দেখতে হলে প্রথমে আপনাকে চট্টগ্রাম যেতে হবে। ঢাকা থেকে চট্টগ্রাম যেতে পারবেন বাসে, ট্রেনে কিংবা বিমানে করে। ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সৌদিয়া, ইউনিক, টিআর ট্রাভেলস, গ্রিনলাইন, হানিফ, শ্যামলী, সোহাগ, এস. আলম, মডার্ন লাইন ইত্যাদি বিভিন্ন পরিবহনের এসি/নন-এসি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। শ্রেনিভেদে বাসের টিকেটের ভাড়া ৫০০ থেকে ১২০০ টাকা।

ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম যেতে চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন হতে সোনার বাংলা, সুবর্ন এক্সপ্রেস, তূর্ণা-নিশীথা, মহানগর প্রভাতী/গোধূলী, চট্রগ্রাম মেইলে যাত্রা করতে পারেন। এছাড়া বেশকিছু বিমান ঢাকা-চট্টগ্রাম ফ্লাইট পরিচালনা করে থাকে।

চট্টগ্রাম থেকে প্রজাপতি পার্ক : চট্টগ্রাম জিরো পয়েন্ট থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণে প্রজাপতি পার্কের অবস্থান। নিজস্ব গাড়ি, সিএনজি বা লোকাল বাসে করে পতেঙ্গা যেতে পারবেন। চট্টগ্রাম শহর থেকে প্রজাপতি পার্ক যেতে এক ঘন্টার মত সময় লাগে। সিএনজি ভাড়া লাগবে ২৫০-২৮০ টাকা। শহরের নিউমার্কেট, রেল ষ্টেশন রোড, বহাদ্দারহাট, লালখান বাজার মোড়, জিইসি মোড় এবং চক বাজার মোড়সহ চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে পতেঙ্গাগামী লোকাল বাস পাওয়া যায়।

আগামীনিউজ/সুমন/সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে