Dr. Neem on Daraz
Victory Day

৪০ জেলায় তাপপ্রবাহ, সপ্তাহজুড়ে পোড়াবে গরম


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৩, ১২:০৩ পিএম
৪০ জেলায় তাপপ্রবাহ, সপ্তাহজুড়ে পোড়াবে গরম

ফাইল ছবি

ঢাকাঃ বর্তমানে দেশের ৪০ জেলার ওপর দিয়ে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামী এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে। একইসঙ্গে সপ্তাহজুড়ে তাপমাত্রা আরও বাড়বে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৯ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বর্তমানে দেশে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী, পাবনা, বগুড়া, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার ও বান্দরবান জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদের তথ্যানুযায়ী, ঢাকা বিভাগের ১৩ জেলা, খুলনা বিভাগের ১০ জেলা এবং বরিশাল বিভাগের ৬ জেলাসহ মোট ২৯ জেলার পাশাপাশি দেশের ১১ জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বইছে। এই ৪০টি জেলায় সপ্তাহজুড়ে তাপপ্রবাহ বিস্তার করবে। এই সময়ের মধ্যে ৪০ জেলার তাপমাত্রা আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছীতে ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

কয়েকদিন ধরে চলা এমন খরতাপের কারণে মানুষের চলাচল করা কঠিন হয়েছে। ঘরের ভেতরে ফ্যান চললেও তাতে কাজ হচ্ছে না। বাইরে তীব্র গরমে মুহূর্তের মধ্যেই শরীর ঘামে ভিজে যাচ্ছে।

বেলা ১১টার দিকে রাজধানীর নতুনবাজার এলাকায় হেঁটে আসা অনেকের শরীরে ঘাম বেরিয়ে আসতে দেখা যায়। তাদের শরীর ভিজে একাকার হয়ে গেছে। ফুট ওভারব্রিজের নিচে কথা হয় আরমান নামে এক পথচারীর সঙ্গে। ব্যাগ থেকে পানির বোতল বের করে মুখে ছিটাচ্ছিলেন তিনি।

আরমান বলেন, রোজা থাকায় পানি পান করতে পারছি না। এদিকে গরমও সহ্য করতে পারছি না। উপায় না পেয়ে মুখে পানি ছিটিয়ে নিচ্ছি। তাতে কিছুটা হলেও শরীরে আরাম অনুভূত হচ্ছে।

পাশেই রিকশা নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করা চালক রফিকুল বলেন, এই গরমে রিকশা চালাতে গিয়ে শরীর থেকে শুধু পানি ঝরছে। গলা শুকিয়ে আসছে। রিকশা চালানো কঠিন হয়ে পড়েছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত শান্তি নাই।’

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে