Dr. Neem on Daraz
Victory Day

তিন বিভাগে ঝড়বৃষ্টির সম্ভাবনা


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১, ০১:০১ পিএম
তিন বিভাগে ঝড়বৃষ্টির সম্ভাবনা

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ আগামী ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি অন্যান্য অঞ্চলে চলমান তীব্র দাবদাহ অব্যাহত থাকবে। তাপমাত্রা কোথাও কোথাও ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠতে পারে।

বুধবার (২১ এপ্রিল) আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। বগুড়া, সিরাজগঞ্জ, খুলনা, মোংলা, সাতক্ষীরা, যশোর ও রাঙ্গামাটি অঞ্চলসহ ঢাকা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই দাবদাহ অব্যাহত থাকতে পারে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে