মার্চ মাসের মাঝামাঝি সময় দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জায়গায় তীব্র কালবৈশাখী ঝড় ও বজ্র ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ আবুল কালাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘মার্চে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভবনা আছে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন মাঝারী থেকে তীব্র কালবৈশাখী ঝড়সহ বজ্র ঝড়ের সম্ভবনা আছে। দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে।’
তিনি জানান, মার্চে দেশের স্বাভাবিক তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তবে উত্তর পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি হতে পারে।
এদিকে শুক্রবারের আবহাওয়া পূর্বভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আজ সারা দেশের রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় কোথাও বৃষ্টিপাত হয়নি বলে জানায় আবহাওয়া অধিদফতর।
আগামীনিউজ/হাসি