Dr. Neem on Daraz
Victory Day

ভোটে বাধা দিলে ব্যবস্থা: ইসি আনিছুর


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩, ০৩:৪১ পিএম
ভোটে বাধা দিলে ব্যবস্থা: ইসি আনিছুর

ঢাকাঃ কোনো ভোটারকে ভোট দিতে বাধা দিলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ভোটে না আসার অধিকার আছে। ভোটদানে বাধা দিলে কারাদণ্ডসহ অন্যান্য শাস্তির বিধান রয়েছে। তাই কেউ ভোটারদের ভোটদানে বাধা দিলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসি আনিছুর।

নির্বাচনী সহিংসতায় আজ স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের মৃত্যুর ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে আনিছুর রহমান বলেন, দু-একদিনের মধ্যে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ মাঠ কর্মকর্তাদের নিরপেক্ষ থাকতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

আচরণবিধি ও প্রার্থীদের বিভিন্ন জায়গায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল হবে বলে জানান আনিছুর রহমান।

এই নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনী পরিবেশ বজায় রাখতে ব্যাপক প্রশাসনিক রদবদল করা হয়েছে। আরও করা হবে।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে