Dr. Neem on Daraz
Victory Day

আরও দুই লাখ টন আমন চাল কিনবে সরকার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩, ০৭:০৩ পিএম
আরও দুই লাখ টন আমন চাল কিনবে সরকার

ফাইল ছবি

ঢাকাঃ চলতি মৌসুমে অভ্যন্তরীণ উৎস থেকে আরও দুই লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এর মধ্যে দেড় লাখ মেট্রিক টন সিদ্ধ ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল রয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, যেসব মিল চলতি আমন সংগ্রহ ২০২৩-২৪ মৌসুমে চুক্তি করেছে কেবল তাদের অনুকূলে অতিরিক্ত বরাদ্দ প্রদান করা হবে। এ সংগ্রহ কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি ২০২৪ এর মধ্যে সম্পন্ন করতে খাদ্য মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে নিদের্শনা দেওয়া হয়েছে।


গত ৮ অক্টোবর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় অভ্যন্তরীণ উৎস থেকে আমন মৌসুমে দুই লাখ মেট্রিক টন আমন ধান, চার লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও এক লাখ মেট্রিক টন আতপ চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।

আমন ধানের সরকারি ক্রয়মূল্য প্রতি কেজি ৩০ টাকা, সিদ্ধ চালের মূল্য প্রতি কেজি ৪৪ টাকা এবং আতপ চালের মূল্য প্রতি কেজি ৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এমআইসি/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে