Dr. Neem on Daraz
Victory Day

মিরপুরে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিল পুলিশ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ০১:১৩ পিএম
মিরপুরে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিল পুলিশ

ঢাকাঃ মিরপুরে টিয়ারশেল মেরে পোশাক শ্রমিকদের সড়ক থেকে তুলে দিয়েছে পুলিশ। এর আগে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে পূরবী সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে।

মিরপুর জোনের পুলিশের সহকারী কমিশনার হাসান মোহাম্মদ মুহতারিন বলেন, আন্দোলনরত শ্রমিকরা কাফরুল ও পল্লবী থানার ওসির ওপর হামলা চালায়। এতে তারা আহত হন। এরপর আমরা অ্যাকশনে যাই।

তিনি বলেন, পুলিশের ধাওয়ায় পিছু হটেছে শ্রমিকরা। তাদের সরিয়ে দিতে অন্তত ১২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়।

সরেজমিন দেখা যায়, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলেও বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। তবে এখনও ওই এলাকায় যান চলাচল শুরু হয়নি।

বর্তমানে মিরপুর ১১ নম্বর বাস স্ট্যান্ড ও পূরবী সিনেমা হলের সামনে বিজিবি টহল দিচ্ছে।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে