র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব (ফাইল ছবি
ঢাকাঃ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকাভিত্তিক সন্ত্রাসীদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এই তালিকায় কারাগারে এবং বাইরে থাকা সন্ত্রাসীদের নাম থাকবে।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এক প্রশ্নের জবাবে র্যাব কর্মকর্তা বলেন, আমাদের ব্যাটালিয়নগুলোকে এলাকাভিত্তিক সন্ত্রাসীদের তালিকা করতে বলেছি। যারা বড় বড় সন্ত্রাসী আছেন, এর মধ্যে কারা ভেতরে আর কারা বাইরে আছেন, তাদেরও নাম থাকবে।
এর আগে গতকাল সোমবার (২ অক্টোবর) সদ্য নিয়োগ পাওয়া ডিএমপি কমিশনার হাবিবুর রহমান নির্বাচনকে সামনে রেখে অস্ত্রের ঝনঝনানির আশঙ্কা করেন। এর একদিন পর র্যাবের পক্ষ থেকে সন্ত্রাসীদের এলাকাভিত্তিক তালিকা করার ঘোষণা এলো।
আগামী জানুয়ারির শুরুতে দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। যদিও নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে সরকারি ও বিরোধী দলগুলোর বিরোধ চরম পর্যায়ে পৌঁছেছে। আগামী দিনগুলোতে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।
তবে নির্বাচন কমিশন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচনের প্রস্তুতি পুরোদমে নিচ্ছে। প্রতিবারই নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হয়। এবারও নির্বাচনের আগে দেশে স্থিতিশীলতা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে তাদের তৎপরতা শুরু করেছে।
এমআইসি