ঢাকাঃ ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশিদ আলমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার।
রোববার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এ সময় উপস্থিত ছিলেন।
দুই দিনের সফরে শনিবার রাতে ঢাকায় আসেন রেনা বিটার। রোববার সকালে তিনি ঢাকাস্থ মার্কিন দূতাবাস পরিদর্শন করেন। পরিদর্শনকালে রেনা বিটার দূতাবাস ও কনস্যুলেট কর্মীদের সঙ্গে কথা বলেন এবং কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
ঢাকায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে তার কনস্যুলার বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছিল মার্কিন পররাষ্ট্র দফতর। এছাড়া তার আলোচনায় মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধা বিষয়ে আলোচনার কথা রয়েছে।
ঢাকায় আসার আগে রেনা বিটার পাকিস্তানের ইসলামাবাদ ও করাচি সফর করেন।
এমআইসি।