Dr. Neem on Daraz
Victory Day

সাংবাদিক এম শাহজাহান মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


আগামী নিউজ | আগামী নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৭, ২০২৩, ০২:০৪ পিএম
সাংবাদিক এম শাহজাহান মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকাঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এম শাহজাহান মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক শোক বার্তায় তিনি গভীর শোক প্রকাশ করেন।

শোক বার্তায় তিনি বলেন, এম শাহজাহান ছিলেন একজন পেশাদার সাংবাদিক। গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন ও তথ্য উপস্থাপনের মাধ্যমে তিনি সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রেখেছেন। পাশাপাশি সাংবাদিক সংগঠনের নেতা হিসেবে সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উৎকর্ষ সাধনে তাৎপর্যপূর্ণ অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের গণমাধ্যম এক কৃতি সাংবাদিককে হারালো।

প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক প্রধান বার্তা সম্পাদক এম শাহজাহান মিয়া বার্ধক্যজনিত জটিলতায় গতরাতে তার রামপুরাস্থ বাসভবনে ইন্তেকাল (ইন্নালিল্লাহে ওয়া ইন্না...রাজেউন) করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে