ফাইল ছবি
ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৯৭১ জনে। একই সময়ে মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ৪৬৮ জনে।
রোববার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬৩৮ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৫১৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ২২ জনের। সংক্রমণ বেড়েছে ১ দশমিক ৩৭ শতাংশ। শনিবার শনাক্তের হার ছিল ৪ দশমিক ২৭ শতাংশ। আজ বেড়ে হয়েছে ৫ দশমিক ৬৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এখন পর্যন্ত এক কোটি ৫৫ লাখ ১ হাজার ৩৩৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৯৭১ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১০ হাজার ৯৫০ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৩৮ শতাংশ।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সময়ের ব্যবধানে পৃথিবীজুড়ে মহামারিতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরমধ্যে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
বুইউ