Dr. Neem on Daraz
Victory Day

আবারও বন্ধ রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র


আগামী নিউজ | জেলা প্রতিনিধি,বাগেরহাট প্রকাশিত: জুলাই ১৭, ২০২৩, ১১:২১ পিএম
আবারও বন্ধ রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র

ফাইল ছবি

ঢাকাঃ কারিগরি ত্রুটির কারণে আবারও বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। রোববার (১৬ জুলাই) দুপুর ১টা ৪৩ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎকেন্দ্রের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে কথা বলার জন্য দায়িত্বশীল কর্মকর্তা ওয়াজেদ আলী সরদারকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এর আগে একই কারণে গত ৩০ জুন রাত ৮টা ৪৬ মিনিটে উৎপাদন বন্ধ হয়েছিল। এরপর ত্রুটি সারিয়ে ১০ জুলাই সন্ধ্যা ৭টায় আবার উৎপাদন শুরু হয়।

কেন্দ্রটির তথ্য অনুযায়ী, ভারত ও বাংলাদেশের যৌথ অর্থায়নে নির্মিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। এই বিদ্যুৎ কেন্দ্রে দুটি ইউনিট রয়েছে, যার প্রতিটি ৬৬০ মেগাওয়াটের। দুটি ইউনিটের মধ্যে প্রথম ইউনিটটি গত বছরের ১৭ ডিসেম্বর বাণিজ্যিক উৎপাদনে আসে। এরপর থেকে বিভিন্ন সময় কারিগরি ত্রুটি ও কয়লা সংকটে বন্ধ হয় প্রথম ইউনিটের উৎপাদন।

এছাড়া দ্বিতীয় ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলক সরবরাহ শেষ হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে দ্বিতীয় ইউনিট থেকে নিয়মিত ৬৬০ মেগাওয়াট বিদ্যু জাতীয় গ্রিডে সরবরাহ হবে।

 

এমআইসি।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে