Dr. Neem on Daraz
Victory Day

ট্রান্সফরমার স্থাপনের কাজ স্থগিত, স্বাভাবিক থাকবে বিদ্যুৎ সরবরাহ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৫, ২০২৩, ০৪:০৪ পিএম
ট্রান্সফরমার স্থাপনের কাজ স্থগিত, স্বাভাবিক থাকবে বিদ্যুৎ সরবরাহ

ফাইল ছবি

ঢাকাঃ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সক্ষমতা বৃদ্ধিতে ট্রান্সফরমার স্থাপনের কাজ আপাতত হচ্ছে না বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। ফলে আগামী এক সপ্তাহ রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।

শনিবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগ জানায়, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের ট্রান্সফরমার স্থাপনের কাজ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

এর আগে বেলা ১১টার দিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপন কাজের জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এবং ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) আওতাধীন কিছু কিছু এলাকায় আগামী ৭ দিন আংশিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে।

তবে কয়েক ঘণ্টা পরই অনিবার্য কারণে এই কাজ স্থগিত করার কথা জানানো হলো।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে