Dr. Neem on Daraz
Victory Day

আরপিও নিয়ে এখনই কোনো মন্তব্য নয় : সিইসি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৫, ২০২৩, ০৫:৫৯ পিএম
আরপিও নিয়ে এখনই কোনো মন্তব্য নয় : সিইসি

ফাইল ছবি

ঢাকাঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, জাতীয় সংসদে পাস হওয়া গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) নিয়ে এখনই কোনো মন্তব্য করব না। আরপিওর বিলের আইন গেজেট আকারে প্রকাশ হওয়ার পরই সব প্রশ্নের উত্তর দেব।

বুধবার (৫ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এই কথা বলেন।

পাস হওয়া বিলের বিষয়ে জানতে চাইলে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘যে বিলটা পাস হয়েছে, আমি অপেক্ষা করছি আইনটা হোক। এখনো আইন পাস হয়নি। বিল পাস হয়েছে। বিল এবং আইন এক নয়। বিল যেটি পাস হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি যদি সম্মতি দেন, তাহলে এটি আইন আকারে গেজেট হবে। তখনই বলা সমচীন হবে। এর আগ পর্যন্ত আমি নিশ্চিত নই...।’

পরে এ নিয়ে কথা বলার আশ্বাস দিয়ে তিনি বলেন, পরে আমি অবশ্যই কথা বলব। বিস্তারিত ব্যাখ্যা করে বলব আমাদের অবস্থানটা।

আরপিওর ৯১ এর ক ধারার প্রসঙ্গ এলে হাবিবুল আউয়াল বলেন, ‘এই মুহূর্তে আমি কোনো কথা বলব না। একটু ওয়েট (অপেক্ষা) করেন। বিলটা মনে হয় দুই-একদিনের মধ্যে জানতে পারব, মহামান্য রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন কি-না। তখন বলাটা সমীচীন হবে।’

সাংবাদিকদের উদ্দেশে সিইসি বলেন, ‘আমরা আপনাদের বলব। বিস্তারিত আপনাদের প্রশ্নের জবাব দেব। বিলটা সম্পর্কে...একটু এটাকে আইন হতে দেন। এ বিষয়ে এখন কোনো মন্তব্য করবো না। ধন্যবাদ।’

প্রসঙ্গত, মঙ্গলবার ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা কমিয়ে আরপিও সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়। বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সদস্যদের আপত্তির মুখে এ বিল পাস হয়।

যদিও আইনমন্ত্রী আনিসুল হক সংসদে দাবি করেন, নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা খর্ব করা হয়নি।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে