ঢাকাঃ পবিত্র হজ পালনের জন্য রয়েল গেস্ট হিসেবে মক্কা অবস্থানরত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানাসহ পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহ পালন করেছেন। আগামীকাল থেকে শুরু হওয়া হজের আনুষ্ঠানিকতায় যোগ দেবেন রাষ্ট্রপ্রধান।
রোববার (২৫ জুন) বঙ্গভবনের প্রেস উইং জানিয়েছে, শনিবার রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে কাবা শরিফ তাওয়াফ ও সায়ি করাসহ পবিত্র ওমরাহর অন্যান্য কার্যক্রম সম্পন্ন করেন।
পবিত্র হজ পালনের উদ্দেশে রয়েল গেস্ট হিসেবে গত শুক্রবার স্থানীয় সময় বিকেলে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি একটি ফ্লাইটে জেদ্দা পৌঁছান। বিমানবন্দর থেকে রাষ্ট্রপতিকে মক্কার সাফা রয়েল প্যালেসে নিয়ে যাওয়া হয়।
পবিত্র হজ পালন শেষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন মহানবী হজরত মুহাম্মদ সা.-এর রওজা মোবারক জিয়ারতের জন্য মদিনায় যাবেন।
পবিত্র হজ পালন শেষে আগামী ৩ জুলাই রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
বুইউ