Dr. Neem on Daraz
Victory Day

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে, বললেন আতিক


আগামী নিউজ প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২০, ০৬:৪১ পিএম
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে, বললেন আতিক

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে গুলশান এলাকায় তাবিথের পোস্টার বেশি বলে জানিয়ে উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক আছে।’

শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে তিনি এ কথা বলেন। ঢাকার দুই সিটির নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিএনপির অভিযোগের প্রেক্ষিতে এ কথা বলেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, ‘একজন স্থানীয় সংসদ সদস্য আমাকে ফোন করে জানিয়েছেন গুলশান এলাকায় নাকি আমার পোস্টার কম এবং তাবিথের পোস্টার বেশি। এতেই প্রমাণ হয়, এখানে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। আমি প্রতিপক্ষকে অনুরোধ করব আসুন আমরা অংশগ্রহণমূলক নির্বাচন করি।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের প্রতি আমার অনুরোধ নির্ভয়ে যেন ভোটাররা কেন্দ্রে আসতে পারে সে ধরনের পরিবেশ তৈরি করুন। আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক সাপোর্ট দিতে চাই।’

আগামীনউজ/এএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে