Dr. Neem on Daraz
Victory Day

ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২৪, ২০২৩, ১২:২২ পিএম
ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার

ঢাকাঃ দুই দিনের সফরে বাংলাদেশ আসছেন চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং। আগামী শুক্রবার (২৬ মে) ঢাকায় পৌঁছাবেন তিনি। 

ঢাকায় এসে প্রথমে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। শনিবার তাদের বৈঠক হবে। 

এছাড়াও মন্ত্রিসভার একাধিক সদস্যের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

এদিকে সুন ওয়েইডংয়ের সফর হবে চলতি বছর চীন থেকে ঢাকায় বেইজিংয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের তৃতীয় সফর।

সুন ওয়েইডংয়ের সফরে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক পরিসরে দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক নানা ইস্যুতে বিস্তারিত আলোচনা হবে।

মূলত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। 

বিশেষ করে ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রতিরক্ষা খাতে সহযোগিতার পাশাপাশি চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে (গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ-জিডিআই) বাংলাদেশের যুক্ততার বিষয়ে আলোচনা হতে পারে। 

দ্বিপক্ষীয় এসব বিষয়ের পাশাপাশি চীনের উদ্যোগে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে পরিস্থিতি নিয়েও দুই দেশের পররাষ্ট্র সচিবরা আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে