Dr. Neem on Daraz
Victory Day

হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর দাবি হাবের


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২০, ০১:২৪ পিএম
হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর দাবি হাবের

ঢাকা : চলতি বছর হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর দাবি জানিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ভিক্টোরিতে বিমান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম এ দাবি জানান।

তিনি সাংবাদিকদের বলেন, ‘ফুয়েল চার্জ কিংবা ট্যাক্স বাড়ানো হলে সাধারণত বিমান ভাড়া বৃদ্ধি পায়। কিন্ত এবার অপারেটিং কস্ট তথা ফুয়েল চার্জ কিংবা ট্যাক্স কোনোটাই বাড়েনি। তারপরও চলতি বছর হজযাত্রীদের জন্য বিমান বাড়ানো হয়েছে। যা সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায় সিদ্ধান্ত।’ এ বিষয়ে প্রয়োজনে স্টেক হোল্ডারদের অ্যাকাডেমিক আলোচনায় বসারও আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে হাবের সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতি, মহাসচিব ফারুক আহমদ সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/টিআইএস/এস/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে