Dr. Neem on Daraz
Victory Day

সমরাস্ত্র প্রদর্শনীতে অংশ নিতে ইউএই গেলেন নৌবাহিনী প্রধান


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ০২:৫৯ পিএম
সমরাস্ত্র প্রদর্শনীতে অংশ নিতে ইউএই গেলেন নৌবাহিনী প্রধান

ঢাকাঃ ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশনে (আইডিইক্স-২০২৩) অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে গেছেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়,সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন (আইডিইক্স-২০২৩) এবং নেভি ডিফেন্স এক্সিবিশনে (এনএভিডিইক্স) অংশ নিতে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেন। নৌপ্রধানের ঢাকা ত্যাগকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং কমান্ডার ঢাকা নৌ অঞ্চল তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

আইএসপিআর আরও জানায়, সংযুক্ত আরব আমিরাত সফরকালে নৌবাহিনী প্রধান আইডিইক্স-২০২৩ এবং এনএভিডিইক্স উপলক্ষে আয়োজিত বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিক এ সমুদ্র মহড়া এবং প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদরা এবং সামরিক ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।

সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল পাইলট সাঈদ বিন হামদান আল-নাহিয়ানসহ বিভিন্ন দেশের উচ্চ পদস্থ নৌ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। নৌপ্রধানের এ সফর সংযুক্ত আরব আমিরাতসহ প্রদর্শনীতে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোড়দার করবে বলে আশা করা যায়।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে