Dr. Neem on Daraz
Victory Day

রোহিঙ্গাদের জ্বালানি ও শিক্ষা খাতে সহায়তা দেবে ইউএনএইচসিআর


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০, ০২:১১ পিএম
রোহিঙ্গাদের জ্বালানি ও শিক্ষা খাতে সহায়তা দেবে ইউএনএইচসিআর

রোহিঙ্গা সংকটে কক্সবাজারের স্থানীয় ক্ষতিগ্রস্তদের জ্বালানি ও শিক্ষা খাতে সহায়তা বাড়ানোর কথা বলেছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকায় ইউএনএইচসিআরের কার্যালয় এ তথ্য জানিয়েছে। রোহিঙ্গা সংকটে শুরু থেকেই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কক্সবাজার জেলার স্থানীয় বাংলাদেশিদের সহায়তা করে আসছে তারা।

বুধবার (২২ জানুয়ারি) ইউএনএইচসিআর বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন ও বাস্তবায়ন করার সিদ্ধান্ত হাতে নিয়েছে। এর অংশ হিসেবে কক্সবাজারের প্রায় ৩০ হাজার স্থানীয় জনগণকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার এবং চুলা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এলপিজি সিলিন্ডার বিতরণের মাধ্যমে এরই মধ্যে কক্সবাজার জেলায় বন উজাড় হ্রাস পেয়েছে।

দুটি সদ্য নির্মিত স্কুল উখিয়ার হলদিয়া পালংয়ের শহীদ এটিএম জাফর আলম স্কুল অ্যান্ড কলেজ এবং রত্নাপালংয়ের কোর্ট বাজার বালিকা উচ্চ বিদ্যালয় উদ্বোধন করা হবে। স্কুলগুলো ইউএনএইচসিআর এবং ব্র্যাকের যৌথ সহযোগিতায় নির্মাণ করা হয়েছে।

নবনির্মিত এ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সর্বোচ্চ ৫০০ শিক্ষার্থী পড়শোনা করতে পারবে। এ দুটি বিদ্যালয়ের পুনর্বাসনে প্রায় সাড়ে সাত মিলিয়ন টাকা বিনিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থাটি।

আগামীনিউজ/শাই/হাসি/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে