Dr. Neem on Daraz
Victory Day

ফরিদপুরে ভোটে অনিয়ম নেই: সিইসি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২, ০১:৫৫ পিএম
ফরিদপুরে ভোটে অনিয়ম নেই: সিইসি

ঢাকাঃ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ফ‌রিদপুর-২ আসনের উপ‌-নির্বাচন ক্লোজ সা‌র্কিট (সিসি) ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। সকাল থেকে এখনও কোনো অ‌নিয়ম পাওয়া যায়‌নি।

তিনি বলেন, আমরা সকাল থেকে পর্যবেক্ষণ কর‌ছি। কোনো অ‌নিয়ম দেখতে পা‌চ্ছি না। শা‌ন্তিপূর্ণ প‌রিবে‌শে ভোটগ্রহণ চলছে। 

শ‌নিবার (৫ নভেম্বর) নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণের সময় তি‌নি এ কথা বলেন।

কাজী হা‌বিবুল আউয়াল জানান, পুরো আসনে ১২৩টি কেন্দ্রে ১ হাজার ৫২‌টি সি‌সি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বা‌হিনী মোতায়েন রয়েছে। 

এ সময় স্থ‌গিত থাকা গাইবান্ধা-৫ আসনের ভোটের অ‌নিয়মের অ‌ভিযোগ তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে তি‌নি জানান, আগে ৫১টি কেন্দ্রের ওপর তদন্ত কর‌লেও ক‌মিশন সবক‌টি কে‌ন্দ্রের তদন্ত কর‌তে চায়। বা‌কি ৯৪‌টি কে‌ন্দ্রের তদন্তের জন্য ক‌মি‌টি‌কে আরও সাত‌দিন সময় দেওয়া হ‌য়ে‌ছে। তারপরই ব্যবস্থা।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে