Dr. Neem on Daraz
Victory Day

পিএসসির নতুন সদস্য আলী আজম


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১, ২০২২, ০৪:০৮ পিএম
পিএসসির নতুন সদস্য আলী আজম

ঢাকাঃ জনপ্রশাসন মন্ত্রণাল‌য়ের বিদায়ী সিনিয়র স‌চিব কে এম আলী আজম‌কে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে নিয়োগ দি‌য়ে‌ছে সরকার। 

মঙ্গলবার (১ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জা‌রি ক‌রে‌ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সংবিধানের ক্ষমতাবলে আলী আজমের অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে রাষ্ট্রপ‌তি তা‌কে পিএস‌সির সদস্য হি‌সে‌বে নি‌য়োগ দি‌য়ে‌ছেন।

চাক‌রির মেয়াদ শেষ হওয়ায় আলী আজমকে আগামী বৃহস্প‌তিবার (৩ নভেম্বর) থে‌কে অবস‌রে পা‌ঠি‌য়ে সোমবার (৩১ অক্টোবর) প্রজ্ঞাপন জারি ক‌রে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

দায়িত্ব নেওয়ার দিন থে‌কে পাঁচ বছর মেয়াদে বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যে‌টি আগে হবে, সেই সময় পর্যন্ত আলী আজম‌ পিএস‌সির সদ‌স্যের দা‌য়ি‌ত্বে থাক‌বেন। 

‌অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ স‌চিব মো. সোহরাব হোসাইন পিএস‌সির চেয়ারম্যা‌নের দা‌য়ি‌ত্বে আছেন। নতুন ক‌রে আলী আজম‌কে নি‌য়ে ক‌মিশ‌নের সদস্য সংখ্যা হ‌বে ১৩ জন। 

আলী আজম ১৯৮৯ সালে ৮ম বিসিএসে (প্রশাসন) সরকারি চাকরিতে যোগ দেন। তাঁর গ্রামের বাড়ি বাগেরহাটের মোল্লাহাটে। তিনি শিল্প মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছাড়াও ঢাকার বিভাগ কমিশনার ছিলেন। গত বছরের ১৬ মে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এমইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে