Dr. Neem on Daraz
Victory Day

বাসভাড়া নির্ধারণে বৈঠক বিকেলে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২, ০৯:৪১ এএম
বাসভাড়া নির্ধারণে বৈঠক বিকেলে

ফাইল ছবি

ঢাকাঃ জ্বালানি তেলের দাম কমেছে লিটারে ৫ টাকা। যা ২৯ আগস্ট মধ্যরাত থেকে কার্যকর হয়েছে। ফলে বাস ভাড়াও কমবে। এ পরিপ্রেক্ষিতে আবারও বাস ভাড়া নির্ধারণে বৈঠকে বসছে বাস মালিক ও সরকার। বিআরটিএ’র আমন্ত্রণে আজ বুধবার (৩১ আগস্ট) বিকাল ৫টায় বনানীর বিআরটিএ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বৈঠকে সভাপতিত্ব করবেন। 

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে গত ৬ আগস্ট সর্বশেষ বাস ভাড়া বাড়ানো হয়েছিল। তখন দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে বাস ভাড়া বাড়ানো হয়েছিল ২২ শতাংশ। এছাড়া মহানগরীতে কিলোমিটার প্রতি ৩৫ পয়সা বাড়িয়ে ভাড়া ২ টাকা ৫০ পয়সা করা হয়েছে। তাতে ভাড়া বৃদ্ধি পেয়েছে ১৬ দশমিক ২৭ শতাংশ। মহানগর পর্যায়ে মিনিবাসের ক্ষেত্রে কিলোমিটারপ্রতি বাস ভাড়া ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিল ২ টাকা ১০ পয়সা। এদিকে, মহানগরীতে সর্বনিম্ন বাস ভাড়া ধরা হয়েছে ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা, যা বর্তমানে কার্যকর রয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে পরিবহন ভাড়া সমন্বয় করে গত ৬ আগস্ট শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির বৈঠকে এই ভাড়া নির্ধারণ করে। যা পরের দিন ৭ আগস্ট রবিবার থেকে কার্যকর হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বাস মালিকদের সংগঠনের নেতা খন্দকার এনায়েত উল্লাহ জানিয়েছেন, তেলের দাম কমেছে, তাই আজ বিকাল ৫টায় আবারও ভাড়া নির্ধারণে বৈঠকে বসছি।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে