Dr. Neem on Daraz
Victory Day

পরীক্ষা করে বইয়ের তালিকা সংশোধনের সিদ্ধান্ত: সচিব


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২, ০৩:১৯ পিএম
পরীক্ষা করে বইয়ের তালিকা সংশোধনের সিদ্ধান্ত: সচিব

ঢাকাঃ সরকারি কর্মকর্তাদের ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’ বাড়ানোর জন্য বই কিনতে ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এজন্য ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা দেওয়া হয়েছে। তালিকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামের ২৯টি বই রয়েছে। 

এ বিষয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম জানিয়েছেন, এ বিষয়ে সোমবার (২৯ আগস্ট) বৈঠকে বসবেন তারা। বৈঠকে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা। এরপর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে