ঢাকা : বকেয়া বেতনভাতার দাবিতে রাজধানীর শ্যামলীর মিরপুর সড়কে অবস্থান নিয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে সড়ক অবরোধ শুরু হয়েছে। এতে মিরপুর সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
ক্রিয়েটিভ ফ্যাশনের শ্রমিকরা কারখানার সামনের সড়কে অবস্থান নিয়েছে। এতে গাবতলী থেকে ফার্মগেট এবং আশপাশের সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের দুই পাশে আটকে আছে শত শত গাড়ি। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।
এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের (পশ্চিম) দায়িত্বরত কর্মকর্তা কেএম শহিদুল ইসলাম।
আগামী নিউজ/এমআর/এনএনআর