Dr. Neem on Daraz
Victory Day

ডিসেম্বরে ডিএমপির পুরস্কৃত হলেন যাঁরা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০, ০৭:৫১ পিএম
ডিসেম্বরে ডিএমপির পুরস্কৃত হলেন যাঁরা

ঢাকা : ঢাকা মহানগরের আইন-শৃংখলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপি’র বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইমলাম।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত ডিসেম্বর ২০১৯ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কমিশনার।

ডিসেম্বর, ২০১৯ মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ অপরাধ বিভাগ নির্বাচিত হয়েছে লালবাগ বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মো. ইলিয়াছ হোসেন সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) মো. শাহীন ফকির বিপিএম, অফিসার ইনচার্জ, বংশাল থানা। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত), গুলশান থানা। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশনস্) আয়ান মাহমুদ, পুলিশ পরিদর্শক (অপারেশনস্), যাত্রাবাড়ী থানা। শ্রেষ্ঠ এসআই যৌথভাবে এসআই পাবেল মিয়া, সদরঘাট পুলিশ ফাঁড়ী ও এসআই মো. আহসান হাবিব প্রিন্স, মিরপুর মডেল থানা। শ্রেষ্ঠ এএসআই যৌথভাবে এএসআই মো. মিজানুর রহমান, খিলগাঁও থানা ও এএসআই এমএ রিয়াজ, পল্লবী থানা। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার যৌথভাবে এএসআই মো. মিজানুর রহমান, খিলগাঁও থানা ও এএসআই এমএ রিয়াজ, পল্লবী থানা। শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার যৌথভাবে এসআই মামুন হোসেন, লালবাগ থানা ও এসআই জাকির হোসেন, গুলশান থানা। শ্রেষ্ঠ বিস্ফোরকদ্রব্য উদ্ধারকারী অফিসার এসআই মো. হায়াৎ আলী খন্দকার, শাহজাহানপুর থানা। শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার এসআই মো. মাহাবুবুল আলম, কায়েতটুলি পুলিশ ফাঁড়ি, বংশাল থানা ও শ্রেষ্ঠ চোরাই গাড়ী উদ্ধারকারী অফিসার এসআই মো. আহসান হাবিব প্রিন্স, মিরপুর মডেল থানা।

ডিএমপি’র গোয়েন্দা বিভাগের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে গোয়েন্দা-উত্তর বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার গোলাম সাকলায়েন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গুলশান জোনাল টিম, ডিবি-উত্তর বিভাগ। চোরাই গাড়ী উদ্ধারে শ্রেষ্ঠ টিম কায়সার রিজভী কোরায়েশী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গাড়ীচুরি উদ্ধার ও প্রতিরোধ টিম, ডিবি-উত্তর। অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম মো. জুনায়েদ আলম সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার,  ক্যান্টনমেন্ট জোনাল টিম, ডিবি-উত্তর। মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম গোলাম সাকলায়েন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গুলশান জোনাল টিম, ডিবি-উত্তর বিভাগ ও অজ্ঞান/মলম পার্টি গ্রেফতারে শ্রেষ্ঠ টিম মো. সোলায়মান মিয়া, সহকারী পুলিশ কমিশনার, রোবারী প্রিভেনশন টিম, ডিএমপি, ঢাকা।

ডিএমপি’র ট্রাফিক বিভাগের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে ট্র্রাফিক-পূর্ব বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার বিমান কুমার দাস সহকারী পুলিশ কমিশনার, কোতয়ালী ট্রাফিক জোন। শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর এ কে এম মঞ্জুরুল আলম, ইন্সপেক্টর, কোতয়ালী ট্রাফিক জোন। শ্রেষ্ঠ সার্জেন্ট যৌথভাবে সার্জেন্ট মো. নাহিদ হাসান, এয়ারপোর্ট ট্রাফিক জোন ও সার্জেন্ট দীন ইসলাম, কোতয়ালী ট্রাফিক জোন।

ডিসেম্বর, ২০১৯ মাসে বিট পুলিশিং কার্যক্রম সংক্রান্তে পুরস্কারপ্রাপ্তরা হলেন মোহাম্মদ নুরুল আমিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ওয়ারী জোন), মো. হান্নানুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ওয়ারী জোন), মো. সিদ্দিকুর রহমান অফিসার ইনচার্জ, ডেমরা থানা, মো. আবুল কালাম আজাদ অফিসার ইনচার্জ, রূপনগর থানা ও মো. শাহীন ফকির বিপিএম অফিসার ইনচার্জ, বংশাল থানা।

বিশেষ ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন হেডকোয়ার্টার্স বিভাগ, গোয়েন্দা বিভাগ, লজিস্টিকস্ বিভাগ, প্রটেকশন বিভাগ, উপ-পুলিশ কমিশনার (রমনা বিভাগ, উপ-পুলিশ কমিশনার (কল্যাণ ও ফোর্স বিভাগ) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন)।

(হত্যা মামলার আসামী গ্রেফতার) অতিঃ উপ-পুলিশ কমিশনার মো. শাহাদত হোসেন সুমা বিপিএম, পল্লবী জোনাল টিম গোয়েন্দা (পশ্চিম) বিভাগ, (ডাকাত গ্রেফতার) সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ কোতয়ালী জোন লালবাগ বিভাগ ও তার টিম, (০৫ জন ভূয়া র‌্যাব সদস্য গ্রেফতার) সহকারী পুলিশ কমিশনার মো. হান্নানুল ইসলাম ওয়ারী জোন ও তার টিম, (ধর্ষণসহ হত্যা মামলার আসামী গ্রেফতার) সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী খিলগাঁও জোন, (৬  জন জঙ্গী গ্রেফতার) সহকারী পুলিশ কমিশনার শেখ ইমরান হোসেন পিপিএম কাউন্টার টেরোরিজম বিভাগ, (হত্যা মামলার আসামী গ্রেফতার) সহকারী পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী গাড়ীচুরি উদ্ধার ও প্রতিরোধ টিম, গোয়েন্দা (পশ্চিম) বিভাগ, (প্রতারক গ্রেফতার) সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ সোস্যাল মিডিয়া মনিটরিং টিম, (জাল রিভিনিউ ষ্ট্যাম্প উদ্ধারসহ ০৩ জন সদস্য গ্রেফতার) সহকারী পুলিশ কমিশনার মো. সোলায়মান মিয়া রোবারী প্রিভেনশন টিম, (অপহরণকারী গ্রেফতার) সহকারী পুলিশ কমিশনার আশরাফউল্লাহ শুটিং ইনসিডেন্ট ইনভেস্টিগেশন টিম, (চুরি মামলার আসামী গ্রেফতার)পুলিশ পরিদর্শক (তদন্ত) লালবাগ থানা খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন পিপিএম, (ধর্ষণ মামলার আসামী গ্রেফতার) পুলিশ পরিদর্শক (অপারেশনস্) মুঃ আহাদ আলী শেরেবাংলানগর থানা, (ধর্ষণ মামলার আসামী গ্রেফতার) পুলিশ পরিদর্শক (অপারেশনস্) ঠাকুর দাস মালো কলাবাগান থানা, (প্রতারক গ্রেফতার) পুলিশ পরিদর্শক শেখ সোহেল রানা শুটিং ইনসিডেন্ট ইনভেস্টিগেশন টিম।

(ফেসবুকে মিথ্যা তথ্য আপলোডকারী গ্রেফতার) পুলিশ পরিদর্শক মতলুবর রহমান ওয়েবসাইট এন্ড ই-মেইল ক্রাইম টিম, (ছিনতাইকারী গ্রেফতার) এসআই মহিদুল ইসলাম ধানমন্ডি মডেল থানা, (ভূয়া পুলিশ গ্রেফতার) এসআই(নিঃ) মো. আশরাফুল হক কামরাঙ্গীরচর থানা, (হত্যা মামলার আসামী গ্রেফতার) এসআই মোহাম্মদ হাফিজুল্লা সূত্রাপুর থানা, (ভিকটিমসহ অপহরণকারী গ্রেফতার) এসআই মো. মামুন হোসেন লালবাগ থানা, (১১ জন ছিনতাইকারী গ্রেফতার) এসআই মো. পাবেল মিয়া ইনচার্জ, সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ী, (ডাকাত গ্রেফতার) এসআই খালিদ শেখ কোতয়ালী থানা, (অপহরণ মামলার আসামী গ্রেফতার) এসআই মো. এরশাদ আলম কদমতলী থানা, (অপহৃত ভিকটিম উদ্ধার) এসআই মো. সাহিদ হাসান কদমতলী থানা, (অপহৃত ভিকটিম উদ্ধার) এসআই মো. নিজাম উদ্দিন কদমতলী থানা, (হত্যা মামলার আসামী গ্রেফতার) এসআই মো. কামরুজ্জামান সবুজবাগ থানা, (হত্যা মামলার আসামী গ্রেফতার) এসআই মো. মনিবুর রহমান সুজন মুগদাপাড়া পুলিশ ফাঁড়ী মুগদা থানা, (ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার) এসআই মো. আল আমিন তেজগাঁও থানা, (ছিনতাইকারী গ্রেফতার) এসআই মো. তারেক জাহান খান মোহাম্মদপুর থানা, (১টি ট্রাকসহ ৩০০ বস্তা রেশনের চাউল উদ্ধার) এসআই মো. মনির হোসাইন মোহাম্মদপুর থানা, (ফেসবুকে মিথ্যা তথ্য প্রকাশকারী গ্রেফতার) এসআই মো. সুজানুর ইসলাম শেরেবাংলানগর থানা, (ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার) এসআই মো. রেজাউল করিম শেরেবাংলানগর থানা, (হত্যা মামলার আসামী গ্রেফতার) এসআই মো. আশরাফুল ইসলাম আদাবর থানা, (চুরি মামলার আসামী গ্রেফতার) এসআই মো. রাজীব মিয়া মোহাম্মদপুর থানা, (প্রতারক গ্রেফতার) এসআই লব চৌহান মোহাম্মদপুর থানা, (ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার) এসআই মো. রুহুল আমিন কাফরুল থানা, (চুরি মামলার আসামী গ্রেফতার) এসআই মো. মাসুদ রানা শাহআলী থানা, (হত্যা মামলার আসামী গ্রেফতার) এসআই মো. জাবেদুল ইসলাম শাহআলী থানা, (চুরি মামলার আসামী গ্রেফতার) এসআই মো. জাহিদুল ইসলাম মিরপুর মডেল থানা, (ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার) এসআই কাজী রায়হানুর রহমান কাফরুল থানা।

(ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার) এসআই মো. সোহেল রানা কাফরুল থানা, (হারিয়ে যাওয়া ২২ টি মোবাইল উদ্ধার) এসআই জাবেদ আলম শাহআলী থানা, (ধর্ষণ মামলার আসামী গ্রেফতার) এসআই মো. এমদাদুল হক কাফরুল থানা, (চাঁদাবাজ গ্রেফতার) এসআই মো. জাহাঙ্গীর আলম মিরপুর মডেল থানা, (হত্যা মামলার আসামী উদ্ধার) এসআই আপেল মাহমুদ ভাটারা থানা,(হত্যা মামলার আসামী গ্রেফতার) এসআই মো. আবু জাফর হাওলাদার ভাটারা থানা, (চুরি মামলার আসামী গ্রেফতার) এসআই মো. মামুন মিয়া গুলশান থানা, (চুরি মামলার আসামী গ্রেফতার) এসআই মো. আশরাফুল ইসলাম খিলক্ষেত থানা, (ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার) এসআই নজরুল ইসলাম গুলশান থানা।

(ডাকাতি মামলার আসামী গ্রেফতার) এসআই সৈয়দ আসাদুজ্জামান দক্ষিণখান থানা, (ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার) এসআই মো. হাসানুজ্জামান শুটিং ইনসিডেন্ট ইনভেস্টিগেশন টিম, (ভিকটিম উদ্ধার) শিক্ষানবিশ সার্জেন্ট মো. আসাদুজ্জামান উত্তরা ট্রাফিক জোন, (ছিনতাইকারী গ্রেফতার) শিক্ষানবিশ সার্জেন্ট আহমেদ শরীফ আহম্মেদ মহাখালী ট্রাফিক জোন, (হারিয়ে যাওয়া ১৪ টি মোবাইল উদ্ধার) এএসআই মো. আঃ কাদির গুলশান থানা ও (ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার) এএসআই মো. ফরহাদ হোসেন শুটিং ইনসিডেন্ট ইনভেস্টিগেশন টিম।

আগামীনিউজ/মোরসু/এস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে