Dr. Neem on Daraz
Victory Day

পাকিস্তান ও ব্রুনাইয়ের সরকারপ্রধানকে আম পাঠালেন প্রধানমন্ত্রী


আগামী নিউজ | আগামী নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ৬, ২০২২, ০৯:৫১ এএম
পাকিস্তান ও ব্রুনাইয়ের সরকারপ্রধানকে আম পাঠালেন প্রধানমন্ত্রী

ঢাকাঃ সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ব্রুনাইয়ের সুলতানকে আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই সরকারপ্রধানের জন্যই আম্রপালি আম উপহার পাঠান বাংলাদেশের সরকারপ্রধান।

সরকারি সংবাদ সংস্থা বাসসের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে শুভেচ্ছার নিদর্শনস্বরূপ আম পাঠিয়েছেন। বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা মঙ্গলবার (৫ জুলাই) ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তার কাছে ১০০০ কিলোগ্রাম বিশেষ জাতের বাংলাদেশি আম ‘আম্রপালি’ উপহার হস্তান্তর করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা উপহার পাকিস্তান অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে।

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শুভেচ্ছা উপহার দুই দেশের সম্পর্কের একটি বিশেষ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

এদিকে আরেক খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদাউলা ইবনি আল মারহুম সুলতান হাজী ওমর আলী সাইফুদ্দিন সাদুল খাইরি ওয়াদিনকে ৯০০ কেজি আম পাঠিয়েছেন। 

ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনে মঙ্গলবার (৫ জুলাই) সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধির কাছে বিশেষ ধরনের আম্রপলি আম হস্তান্তর করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এবং ব্রুনাইয়ের মধ্যে অভিন্ন সংস্কৃতি, পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের ভিত্তিতে আন্তরিক সম্পর্ক বিরাজ করছে। এশিয়ার এই দুটি বন্ধু প্রতিম দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের উজ্জল ভবিষ্যত গড়ার ক্ষেত্রে এই উপহার  ইতিবাচক ভূমিকা রাখবে। 

গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের জনগণের দীর্ঘ প্রতিক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন এবং অপরদিকে আগামী ১৫ জুলাই ব্রুনাইয়ের সুলতানের ৭৬তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার পাঠানো হলো। 

ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই উপহার হচ্ছে আন্তরিকতা ও বন্ধুত্বের নিদর্শন।

গতবছরও পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ব্রুনাইয়ের সুলতানের জন্য হাঁড়িভাঙা আম পাঠিয়েছিলেন শেখ হাসিনা। ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার রাষ্ট্র ও সরকার প্রধানদের জন্য পাঠানো হয় বাংলাদেশের আম। 

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে