Dr. Neem on Daraz
Victory Day

মক্কায় হজ মেডিকেল সেন্টারের কার্যক্রমে স্বাস্থ্যমন্ত্রীর সন্তোষ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জুলাই ৫, ২০২২, ০৮:১৮ এএম
মক্কায় হজ মেডিকেল সেন্টারের কার্যক্রমে স্বাস্থ্যমন্ত্রীর সন্তোষ

ঢাকাঃ সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এসময় হজ মেডিকেল সেন্টারের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন তিনি। 

এসময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। এ সময় হজ চিকিৎসক দলের সকল সদস্য মন্ত্রীকে স্বাগত জানান।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ বছর বাংলাদেশ থেকে আগত হাজিদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে গত ৩ জুন হতে সমন্বিত হজ চিকিৎসক দলের ১৩৮ জন সদস্য কর্মরত রয়েছেন। প্রতিদিন গড়ে ১১০০-১২০০ জন  হাজিকে ওই সেন্টারের মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী হজ মেডিক্যাল সেন্টারের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং ওই সেন্টারে কর্মরত সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ও টিম লিডার-১ ডা. মো. বেলাল হোসেন এবং আর্মি মেডিক্যাল কলেজের ও টিম লিডার-২ উপদেষ্টা, বিশেষজ্ঞ ও প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. বোরহান উদ্দীন স্বাস্থ্যমন্ত্রীকে হজ মেডিক্যাল সেন্টারের বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করেন। ইতোমধ্যে সেন্টারে প্রদেয় সেবা এবং পুরুষ ও মহিলা বিভাগে পর্যবেক্ষণে রাখা রোগীসহ মক্কায় অবস্থিত বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে রেফার্ডকৃত রোগীদের সর্বশেষ অবস্থা সম্পর্কে টিম লিডাররা মন্ত্রীকে অবহিত করেন।

এসময় মন্ত্রী সেবা গ্রহণকারী হাজিদের সাথে মতবিনিময় করেন। উপস্থিত হাজিরা মেডিক্যাল সেন্টারের সার্বিক সেবায় যথেষ্ট সন্তোষ প্রকাশ করেন। এসময় মন্ত্রী হাজিদের সার্বিক স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত মাস্ক ব্যবহার করা, অতিরিক্ত ঠাণ্ডা পানীয় পরিহার, রোদে ছাতা ব্যবহার করা ও বেশি বেশি পানি পানসহ সার্বিক সুস্থতা বজায় রাখার পরামর্শ দেন। মন্ত্রী হজ মেডিক্যাল সেন্টারে কর্মরত সকলকে সুস্থ থেকে সম্মানিত হাজিদের সেবাদানে উৎসাহিত করেন।

উল্লেখ্য, পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইটে রবিবার (৩ জুলাই) স্থানীয় সময় রাত ১১টায় জেদ্দা পৌঁছান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময়  জেদ্দা হজ টার্মিনালে  স্বাগত জানান রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। হজযাত্রী হিসেবে এসময় আরও ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বিমান সচিব, স্বাস্থ্য সচিবসহ আরও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে