Dr. Neem on Daraz
Victory Day

দেশে ভিক্ষুকের সংখ্যা ২ লাখ ৫০ হাজার : সমাজকল্যাণ মন্ত্রী


আগামী নিউজ | আগামী নিউজ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২০, ০৭:১৫ পিএম
দেশে ভিক্ষুকের সংখ্যা ২ লাখ ৫০ হাজার : সমাজকল্যাণ মন্ত্রী

ঢাকা : বিভিন্ন জেলার প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের চাহিদাপত্র অনুযায়ি দেশে বর্তমানে ২ লাখ ৫০ হাজার ভিক্ষুক রয়েছে। শতকরা হিসাবে ০.১৭ ভাগ মানুষ ভিক্ষা বৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করে।


সরকারি দলের দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ রবিবার (১৩ জানুয়ারি) সংসদে এ কথা জানান।


তিনি জানান তবে ভিক্ষুকের সংখ্যা নির্ধারনে সমন্বিতভাবে কোন জরিপ পরিচালিত হয়নি। তারপরও জেলা প্রশাসন ও সমাজকল্যণ কার্যালয় থেকে পাঠানো চাহিদা পত্রের ভিত্তিতে ভিক্ষুক পুর্নবাসনের জন্য মোট ৪৫০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়। এর বিপরীতে গত অর্থ বছরে ভিক্ষুক পুর্নবাসন কর্মসূচিতে ৩ কোটি টাকা এবং চলতি অর্থবছরে ৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

সূত্র : বাসস

আগামীনিউজ/এস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে