Dr. Neem on Daraz
Victory Day

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২৩ এপ্রিল শুরু


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১১, ২০২২, ১০:৪৭ পিএম
ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২৩ এপ্রিল শুরু

কমলাপুর রেল স্টেশনের টিকিট কাউন্টার

ঢাকাঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বরাবরের মতো ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।

আগামী ২ মে ঈদ ধরে নিয়ে আগাম টিকিট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল। চলবে ১ মে পর্যন্ত। আবার ফিরতি যাত্রার ঈদের টিকিট বিক্রি শুরু হবে ১ মে পর্যন্ত।

সোমবার (১১ এপ্রিল) রেলভবনে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আগামী বুধবার (১৩ এপ্রিল) জানাবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম। ওইদিন এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি।

রেলওয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ওই বৈঠকে আলোচনা হয়েছে ২৩ এপ্রিল বিক্রি হবে ২৭ এপ্রিলের টিকিট। এরপর থেকে এই ক্রম অনুসারে টিকিটি বিক্রি চলবে। ২৭ এপ্রিল দেওয়া হবে ১ মে’র আগাম টিকিট।

রেলওয়ের ওই সূত্র জানিয়েছে, বৈঠকে কোন ট্রেনে ঈদযাত্রায় স্বাভাবিকের অতিরিক্ত কতটি বগি যুক্ত হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। এবার ঈদে ছয় জোড়া বিশেষ ট্রেন থাকতে পারে। প্রতিদিন বিভিন্ন গন্তব্যের ৩০ হাজার টিকিট ছাড়া হবে। এর অর্ধেক টিকিট অনলাইনে পাওয়া যাবে।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে