Dr. Neem on Daraz
Victory Day

ভোজ্যতেল আমদানি পর্যায়েও ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০৪:০৩ পিএম
ভোজ্যতেল আমদানি পর্যায়েও ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার

ঢাকাঃ উৎপাদন পর্যায়ে সয়াবিন তেলের ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের পর আমদানি পর্যায়েও পণ্যটির ১৫ শতাংশ ভ্যাট তুলে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

কিছুদিন ধরেই বাজারে নিত্যপণ্যের দাম হু হু করে বেড়েছে। এতে ক্রেতারা হিমশিম খাচ্ছেন। আন্তর্জাতিক বাজারের কথা বলে বিক্রেতারা দাম বাড়াতে থাকায় সরকার নিত্যপণ্যের দাম কমানোর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন।

সামনে রমজান মাস। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে রাখতে তেল, চিনির মত নিত্যপণ্য আমদানিতে ভ্যাট কমানোর নির্দেশ দেয় মন্ত্রিসভা।

গতকাল সোমবার (১৪ মার্চ) পরিশোধন পর্যায়ে ১৫ শতাংশ এবং বিপণন পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ওই ভ্যাট দিতে হবে না।

এতোদিন সয়াবিন ও পাম তেলের উৎপাদন এবং ব্যবসায়ী পর্যায়ে যথাক্রমে ১৫ ও ৫ শতাংশ হারে ভ্যাট ছিল।

এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে