Dr. Neem on Daraz
Victory Day

পরিবেশ বাঁচাতে নিজেদের অভ্যাসে পরিবর্তন আনা জরুরি: পরিবেশ উপমন্ত্রী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২, ০৩:২১ পিএম
পরিবেশ বাঁচাতে নিজেদের অভ্যাসে পরিবর্তন আনা জরুরি: পরিবেশ উপমন্ত্রী

ঢাকাঃ পরিবেশ রক্ষায় ইউরোপের সঙ্গে নিজেদের তুলনা করতে হলে আগে নিজেদের অভ্যাসে পরিবর্তন আনা জরুরি বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

রোববার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে পরিবেশ ক্লাব বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, পরিবেশ কেউ এককভাবে পরিবর্তন করতে পারবে না। শৈশব থেকেই সবাইকে পরিবেশ নিয়ে সচেতন হতে হবে। তাই প্রাইমারি স্কুল থেকেই সচেতনতা সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, ‘পরিবেশ দূষণ থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়, সেই চেষ্টা করতে হবে। প্রত্যেকের হাতেই পরিবেশ দূষণ হচ্ছে। প্রত্যেকেই যদি নিজের লাগাম টানি, তাহলেই পরিবেশ দূষণ থেকে রক্ষা পাবো।’

সুন্দরবন রক্ষার আহ্বান জানিয়ে হাবিবুন নাহার বলেন, উন্নত দেশগুলোতে বনে ক্যামেরা বসিয়ে বাঘ গণনা করা হয়। আমাদেরও তেমন পরিকল্পনা ছিল। পরিকল্পনা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রকল্পের ফাইল আটকে যায়। চূড়ান্ত পর্যায়ে ফাইলটা আটকে দিয়ে দায়িত্বশীল পর্যায় থেকে বলা হয়েছিল- ‘বাঘ গণনা করে কী হবে? যে দেশে বাঘ নেই, তারা কি বাঁচেন না?’। দেশের শিক্ষিত মানুষের এই হলো দশা।

মানুষ পরিবেশ বিষয়ে অনেক সচেতন হচ্ছেন উল্লেখ করে উপমন্ত্রী বলেন, ‘একটা সময় যেখা যেতো, মানুষ ড্রইংরুমে লাখ লাখ টাকার সাজানো জিনিস রাখতো। এখন কিছুটা পরিবর্তন হচ্ছে। এখন দেখা যায়, বেলকনিতে লাখ লাখ টাকার গাছ। ছাদ বাগানে গাছ লাগিয়ে অনেকেই তা বিক্রি করে স্বাবলম্বীও হচ্ছেন।

পরিবেশ ক্লাব বাংলাদেশের চিফ মেন্টর ও প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. হুমায়ুন কবির, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব আর্টসের ডিন প্রফেসর ড. মো. ওসমান গণি, বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জহির উদ্দিন আকন, আর এফ এল গ্রুপের টেল প্লাস্টিকের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ কামরুল হাসান, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নির্বাহী সদস্য মোহাম্মদ আবদুল ওদুদ প্রমুখ।

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে