Dr. Neem on Daraz
Victory Day

বঙ্গবন্ধু সাফারি পার্কে আরও ২ জেব্রা অসুস্থ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২, ০৩:০৭ পিএম
বঙ্গবন্ধু সাফারি পার্কে আরও ২ জেব্রা অসুস্থ

গাজীপুরঃ শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বরের পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি মাসে সাফারি পার্কে ৯ জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং করণীয় বিষয়ে মতামত দেওয়ার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ৫ সদস্য বিশিষ্ট কমিটি করে দেয়। এর মধ্যেই দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়ল।

এদিকে জেব্রাগুলোর মৃত্যু প্রতিরোধে জরুরি চিকিৎসা দেওয়া এবং এ ধরনের অসুস্থতার কারণ উদঘাটনে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা সাফারি পার্কে এক জরুরি সভায় মিলিত হয়েছেন। আজ দুপুর দেড়টারদিকে এ সভা শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত (দুপুর ২টা ১৫) সভা চলছিল।

এ মেডিকেল বোর্ডের পরামর্শ মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বন বিভাগ।

মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন— জাতীয় চিড়িয়াখানার অবসরপ্রাপ্ত কিউরেটর ড. এবি এম শহীদুল্লাহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকুল আলম, প্রফেসর আবু হাদি মো. নুর আলী খান এবং সাফারি পার্কের ভেটারেনারি চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন। বিশেষজ্ঞ হিসেবে সভায় যোগ দেন কেন্দ্রীয় ভেটারেনারি হাসপাতালের পরিচালক ড. শফিউল আহাদ সরদার (স্বপন) এবং কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম আজম চৌধুরী (টুলু)।

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে