Dr. Neem on Daraz
Victory Day

২য় ধাপে ইউপি নির্বাচন: বাগেরহাটে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে


আগামী নিউজ | বাগেরহাট প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ১২:১৩ পিএম
২য় ধাপে ইউপি নির্বাচন: বাগেরহাটে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে

ছবিঃ আগামী নিউজ

বাগেরহাটঃ জেলায় প্রথম ধাপে ৬৫ ইউনিয়নে ইউপি নির্বাচনের পর দ্বিতীয় ধাপে ৭৫ টি ইউনিয়নের ভিতর ৫ টি ইউনিয়নে যাত্রাপুর, গোটাপাড়া ও ষাটগম্বুজ, মোল্লাহাট উপজেলার গাংনি,ফকিরহাট মূলঘর ইউনিয়ন নির্বাচন শুরু হয়েছে। এর ভিতর বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর, গোটাপাড়া, ষাটগম্বুজ, মোল্লাহাট উপজেলার গাংনি এ ৪ টিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যানে জয়ী হয়েছে। এখানে শুধু ইউপি সদস্য নির্বাচন হচ্ছে। বাকি মূলঘর ইউপিতে ইউপি চেয়ারম্যান ও সদস্য নির্বাচন হচ্ছে।

৫টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১৬৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৬০ জন প্রার্থী রয়েছে। ৫টি ইউনিয়নে ৮২ হাজার ৬০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে, বিকেল ৪টা পর্যন্ত নিরেবিচ্ছিন্নভাবে ভোট গ্রহন করা হবে। ভোট গ্রহনের জন্য ৪৫ জন পিজাইডিং অফিসার, ২৪৭ জন সহকারী পিজাইডিং  অফিসার এবং ৪৯৪ জন পুলিং অফিসার দায়িত্ব পালন করবেন। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রতিটি কেন্দ্রে ২২ জন পুলিশ ও আনছার সদস্য দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি ১৫ টি ভ্রাম্যমান টিম, র‍্যাবের পাচটি টহল টিম এবং ৩টি স্টাইকিং ফোর্স দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিচারিক ও নির্বাহি ম্যাজিষ্টেটগণও দায়িত্ব পালন করছেন।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে নির্বাচন শুরু করেছি। আসা করি নির্বিঘ্নে ভোট গ্রহন সম্পন্ন করতে পারব।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে