Dr. Neem on Daraz
Victory Day

শাহজালালে বিমানের ভেতর থেকে ১২ কেজি সোনা জব্দ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১, ১১:১৭ এএম
শাহজালালে বিমানের ভেতর থেকে ১২ কেজি সোনা জব্দ

ফাইল ছবি

ঢাকাঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাইফেরত একটি বিমানের ভেতর থেকে ১২ কেজি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল। রোববার (২৪ অক্টোবার) রাত সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের কার্গো হোল থেকে ১২ কেজি স্বর্ণের বার জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় সাড়ে ৮ কোটি টাকা।

সোমবার (২৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ।

তিনি বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাই ফেরত একটি ফ্লাইটের কার্গো হোল থেকে ১২ কেজি সোনার বার ও অলংকার জব্দ করা হয়েছে। বিমানের নম্বর- ফ্লাইট বিজি-৪১৪৮।

এ বিষয়ে কাকরাইল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে