Dr. Neem on Daraz
Victory Day

পাইলট নওশাদের মরদেহ আনতে বিশেষ ফ্লাইট


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ১১:৩৩ পিএম
পাইলট নওশাদের  মরদেহ আনতে বিশেষ ফ্লাইট

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ মধ্য আকাশে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ফলে মারা যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট  নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ আনতে ভারতের নাগপুরে যাবে বিমানের বিশেষ একটি ফ্লাইট। তবে তার মরদেহ আনতে বিমানটি কখন যাবে সে সম্পর্কে এখনও নিশ্চিত জানা যায়নি।

সোমবার সন্ধ্যায় বিমানের একটি সূত্র জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে ফ্লাইট চলাচল স্থগিত রয়েছে। এ কারণে ক্যাপ্টেনের লাশ আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করতে হবে। পাইলট নওশাদের মৃত্যুর পর হাসপাতালের ডেথ সার্টিফিকেটের অপেক্ষায় ছিল বিমান। সেই সার্টিফিকেটের কপি ঢাকায় আসার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছে বিমান।

এই সূত্র আরও জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ভারতের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ শুরু করেছে। সোমবার মধ্যরাত অথবা মঙ্গলবার সকালে আনা হতে পারে লাশ। বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও সচিব মো. মোকাম্মেল হোসেন তাকে বিমানবন্দরে সম্মান জানাবেন।  

সোমবার (৩০ আগস্ট) সকালে ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। এর আগে গত শুক্রবার মাস্কাট থেকে শতাধিক যাত্রী নিয়ে আসার সময় মাঝ আকাশে অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গেই তিনি কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) কাছে ফ্লাইটটিকে জরুরি অবতরণের অনুরোধ জানান। একই সময় তিনি কো-পাইলটের কাছে ফ্লাইটের নিয়ন্ত্রণ হস্তান্তর করেন। কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোল ফ্লাইটটিকে নিকটস্থ নাগপুর বিমানবন্দরে অবতরণ করার নির্দেশ দিলে কো-পাইলট ক্যাপ্টেন মুস্তাকিম ফ্লাইটটি অবতরণ করান।

বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটির এই ফ্লাইটে ১২৪ জন যাত্রী ছিলেন। তারা সবাই নিরাপদে ছিলেন। শুক্রবারই আরেকটি ফ্লাইটে করে আট সদস্যের একটি উদ্ধারকারী দল নাগপুরে যায়। ওইদিন মধ্যরাতের পর বিমানটিকে যাত্রীসহ ঢাকার বিমানবন্দরে নিয়ে আসা হয়।

ফ্লাইটটি অবতরণের পর পাইলট নওশাদকে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই দিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে রোববার তাকে হাসপাতালের সার্জিক্যাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এসআইসিইউ) কোমায় নেওয়া হয়। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। হার্ট অ্যাটাকের পর তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় বলে জানান হাসপাতালের চিকিৎসকরা।

রোববার রাতে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে যান পাইলট নওশাদ আতাউল কাইউমের দুই বোন। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে পাইলট নওশাদের ভেন্টিলেশন ব্যবস্থা চালু রাখার পক্ষে মত দেন। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে (সোমবার) বেলা ১১টার দিকে না ফেরার দেশে চলে যান পাইলট  নওশাদ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে