Dr. Neem on Daraz
Victory Day

ঢাকায় না এসে ভারতের নাগপুরে জরুরি অবতরণ করল বাংলাদেশ বিমান


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০৩:০৭ পিএম
ঢাকায় না এসে ভারতের নাগপুরে জরুরি অবতরণ  করল বাংলাদেশ বিমান

প্রতীকী ছবি

ঢাকাঃ যান্ত্রিক ক্রুটি দেখা দেওয়ায় মাস্কাট থেকে উড্ডয়ন করা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২২ ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে।শুক্রবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২ ফ্লাইটটি ওমানের মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। পরে বেলা সাড়ে ১১ টায় বিমানটি ঢাকার দিকে না এসে ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ফ্লাইটে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি, তবে সবাই অক্ষত ও নিরাপদ আছেন বলে জানা গেছে।

বিমান সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিমানটি ওমান যায়। সেখান থেকে স্থানীয় সময় মধ্যরাত ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা থাকলেও ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে বিমানটি। পরে সাড়ে ১১টায় ফ্লাইটটি ঢাকার দিকে না এসে ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

বর্তমানে বিমানের যাত্রীরা ভারতের নাগপুর বিমানবন্দরে অপেক্ষায় আছেন। অপেক্ষায় থাকা যাত্রীদের নিজস্ব গন্তব্যে আনতে নতুন কোনো ফ্লাইট পাঠানো হবে কিনা, অথবা এই ফ্লাইটে আনা হবে তা নিশ্চিত করেনি বিমান। 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে