Dr. Neem on Daraz
Victory Day

সাভারের চামড়াশিল্প নগরী বন্ধ করতে বলছে সংসদীয় কমিটি


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১, ০৮:৫৮ এএম
সাভারের চামড়াশিল্প নগরী বন্ধ করতে বলছে সংসদীয় কমিটি

ঢাকাঃ সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা না করার কারণে সাভারের চামড়াশিল্প নগরী বন্ধ করে দিতে বলেছে সংসদীয় কমিটি। এমন সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সোমবার (২৩ আগস্ট) বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন, নাজিম উদ্দিন আহমেদ, জাফর আলম, মো. রেজাউল করিম বাবলু, খোদেজা নাসরিন আক্তার হোসেন এবং শাহীন চাকলাদার বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, ‘পরিবেশ অধিদপ্তর একাধিকবার সাভারের চামড়াশিল্প নগরী পরিদর্শন করেছে। এছাড়া আমরা সংসদীয় কমিটির পক্ষ থেকেও সেখানে গিয়েছিলাম। সেখানে যে পরিমাণ বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা রয়েছে উৎপাদন হয় তার চেয়ে অনেক বেশি। জরিমানা বিভিন্ন সময় করা হয়। কিন্তু সেটা কোন স্থায়ী সমাধান নয়। এজন্য আমরা বন্ধ করে দিতে বলেছি।’

তিনি আরও বলেন, ‘তরল বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা রয়েছে সাভারে। হেভি মেটাল এবং ক্রোমিয়াম বর্জ্য ব্যবস্থাপনার কোনো ব্যবস্থাই নেই।’

সংসদীয় কমিটিকে মন্ত্রণালয় জানায়, সাভারের চামড়াশিল্প নগরীতে দৈনিক ৪০ হাজার ঘনমিটার বর্জ্য উৎপাদন হয়। যেখানে বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা রয়েছে ২৫ হাজার ঘনমিটারের। অর্থাৎ দৈনিক ১৫ হাজার ঘনমিটার বর্জ্য পরিবেশে মিশছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে