ঢাকাঃ দেশজুড়ে গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৭৭২ জন। এদিন আরও ৯৮ হাজার ৪৭৬ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।
প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে রবিবার মোট টিকা নিয়েছেন ৭ লাখ ৪৬ হাজার ২৪৮ জন।
এর আগে শনিবার গণটিকাদান কর্মসূচির শুরুর দিন প্রথম ডোজ টিকা নেয় ৩০ লাখ ৭০ হাজার ২৬৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার প্রথম ডোজ টিকা নেয় ৩ লাখ ৫৪ হাজার ৪৬৬ জন পুরুষ ও ২ লাখ ৯৩ হাজার ৩০৬ জন নারী।
এই ৭ লাখ ৪৬ হাজার ২৪৮ জনের মধ্যে ৪ লাখ ১৮ হাজার ২৩৭ জন চীনের সিনোফার্মের টিকা নিয়েছে। যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা পেয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কোভিড-১৯ টিকা নিতে সর্বমোট নিবন্ধন করেছেন ২ কোটি ৪৯ লাখ ৮১ হাজার ২৭ জন।
আর এই পর্যন্ত টিকা প্রয়োগ করা হয়েছে ১ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৬২৮ ডোজ।
এর মধ্যে মোট প্রথম ডোজ টিকা নিয়েছে ১ কোটি ৪০ লাখ ৭ হাজার ৮৩৭ জন, তাদের মধ্যে ৪৫ লাখ ৯৫ হাজার ৭৯১ জন দ্বিতীয় ডোজও পেয়েছে।