Dr. Neem on Daraz
Victory Day

বঙ্গোপসাগরে লঘুচাপঃ মাছ না ধরেই ফিরছে জেলেরা


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ১১:৪০ এএম
বঙ্গোপসাগরে লঘুচাপঃ মাছ না ধরেই ফিরছে জেলেরা

ঢাকাঃ বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সাগরে। লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগর। আবহাওয়া এত খারাপ যে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে পটুয়াখালীর শত শত ট্রলার সমুদ্রে রওয়ানা দিলেও মাছ না ধরেই ফিরতে হয়েছে উপকূলে। মাছ না ধরতে পেরে দুশ্চিন্তায় জেলেরা।

বৈরি আবহাওয়ায় কলাপাড়ার মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরে আশ্রয় নিয়েছে ট্রলারগুলো।
আলীপুর বন্দরে আশ্রয় নেয়া এফবি সাজ্জাত ট্রলারের মাঝি মানির বলেন, ‘২৪ জুলাই ১৫ মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যাই। কিন্তু হঠাৎ করে আবহাওয়া খারাপ হওয়ায় উপকূলে নিরাপদ আশ্রয়ে চলে আসতে হয়েছে।’

মাঝি নাসির উদ্দিন বলেন, ‘আবহাওয়া এত খারাপ যে সাগরে টিকতে না পেরে ঘাটে আশ্রয় নিয়েছি।’

আলীপুর মৎস্য বন্দরের আড়তদার আয়নাল খা বলেন, ‘দীর্ঘ ৬৫ দিনের অবরোধের পর অনেক জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে তারা ফিরে এসেছে এবং অনেকে যেতেই পারেনি।’

আলীপুর মৎস্য আড়ত সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, গত কয়েকদিন আগে মাছ ধরতে ট্রলারগুলো সাগরে যায়। কিন্তু হঠাৎ সাগর উত্তাল হওয়ায় প্রায় সহস্রাধিক ট্রলার আলীপুর মহিপুর বন্দরে আশ্রয় নিয়েছে।’

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে