Dr. Neem on Daraz
Victory Day

জন উদ্বুদ্ধকরণ কার্যক্রমে ইমাম-মুয়াজ্জিনদের এগিয়ে আসা উচিত: বাণিজ্যমন্ত্রী


আগামী নিউজ | পীরগাছা(রংপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ১৯, ২০২১, ০৬:২১ পিএম
জন উদ্বুদ্ধকরণ কার্যক্রমে ইমাম-মুয়াজ্জিনদের এগিয়ে আসা উচিত: বাণিজ্যমন্ত্রী

ছবিঃ আগামী নিউজ

রংপুরঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী এমপি করোনা ভাইরাস সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে মুসলিম জনসাধারণের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে ইমামদের নিজ নিজ পাড়া-মহল্লায় কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট আমাদের দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে। এ জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রতিটি পাড়া-মহল্লায় মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। সবাইকে যার যার জায়গা থেকে করোনা রোধে কাজ করতে হবে। ইমামদের কথা মানুষ শোনেন এবং মানেন। এ কারণে স্বাস্থ্যবিধি মেনে চলায় জন উদ্বুদ্ধকরণ কার্যক্রমে তাদের এগিয়ে আসা উচিত।

বুধবার (১৯ মে) দুপুর ১২টায় রংপরের পীরগাছা উপজেলার দেউতি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কে শুধু সরকারের এবং দলীয় নেতাকর্মীদেরই নয়, সবাইকে সচেতন হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতা এবং করোনা রোধে প্রয়োজনীয় উদ্যোগের বাস্তবায়ন হওয়াতে আমাদের দেশে এখনো করোনা পরিস্থিতি সহনীয় আছে। তবে মহামারি করোনার এই ক্রান্তিকালে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত, অসহায় দুস্থ মানুষের পাশে থেকে কাজ করতে হবে। দলের নেতাকর্মীদের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

এ সময় উপজেলার ৯টি ইউনিয়নে ১ হাজার ৮০০ হতদরিদ্র নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গী ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ৩ শতাধিক ইমাম ও মুয়াজ্জিনের হাতে উপহার হিসেবে পাঞ্জাবি তুলে দেন।

এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন, জেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান চৌধুরী তুহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে উপজেলা মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন বাণিজ্যমন্ত্রী।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে