Dr. Neem on Daraz
Victory Day

ঈদ ফিরতি যাত্রা নিয়ন্ত্রণ করার সুপারিশ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১৪, ২০২১, ০৯:১৬ পিএম
ঈদ ফিরতি যাত্রা নিয়ন্ত্রণ করার সুপারিশ

সংগৃহীত

ঢাকাঃ দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি যাতে আবারো ভয়ঙ্কর হয়ে উঠতে না পারে তাই ঈদ ফিরতি যাত্রা নিয়ন্ত্রণ করার সুপারিশ জানিয়েছে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

শুক্রবার (১৪ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম। এ সময় তিনি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন।

ঈদের ছুটিতে মানুষের বেপরোয়া চলাচল এবং দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্তে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কার কথা অনেক আগেই জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। 

তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষ যেভাবে ভিড় জমিয়ে বাড়ি গিয়েছেন, তাদের ফিরতি যাত্রা বিলম্বিত করতে সুপারিশ করা হয়েছে। পরে যথাযথ ব্যবস্থা নিয়ে তাদের ফেরানোর ব্যবস্থা নেওয়া হোক।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ভারতসহ অন্য দেশের ভ্যারিয়েন্ট যেন দেশে প্রবেশ করতে না পারে সেজন্য আমরা সর্তক রয়েছি। এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন। ভারতের মতো পরিস্থিতি আমাদের দেশে তৈরি হলে নাজুক অবস্থা হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে