Dr. Neem on Daraz
Victory Day

চাঁদ দেখা যায় নি, শুক্রবার পবিত্র ঈদুল ফিতর


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১২, ২০২১, ০৭:৪৭ পিএম
চাঁদ দেখা যায় নি, শুক্রবার পবিত্র ঈদুল ফিতর

ঢাকাঃ বুধবার (১২মে) বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায় নি। ফলে পবিত্র ঈদুল ফিতর আগামী শুক্রবার (১৪ মে) উদযাপিত হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বুধবার (১২ মে) সন্ধ্যায় বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বাদ মাগরিব এ সভা শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এছাড়া সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কমিটি সভায় ১৪৪২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করা হয়। সারাদেশ থেকে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার পর সাংবাদিকদের সামনে ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা দেয় কমিটি।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে