Dr. Neem on Daraz
Victory Day

এশিয়ার শীর্ষ ১০০ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি তিন নারী


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১, ০৪:১১ এএম
এশিয়ার শীর্ষ ১০০ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি তিন নারী

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ সিঙ্গাপুরভিত্তিক সাময়িকী 'এশিয়ান সায়েন্টিস্ট' গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের নিয়ে এই তালিকা প্রকাশ করেছে। সেখানে এশিয়ার শীর্ষ ১০০ জন বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি তিন নারী বিজ্ঞানী।

সোমবার তাদের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে ম্যাগাজিনটি।

বাংলাদেশ থেকে স্থান পাওয়া তিন নারী হলেন, লাইভস্টক অ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশনের (এমএএলএফ) চেয়ারম্যান সালমা সুলতানা, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) ইমিউনোলজি বিভাগের প্রধান ড. ফেরদৌসী কাদরী ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সায়মা সাবরিনা।

শীর্ষ ১০০ জন বিজ্ঞানীর তালিকায় চীন, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, হংকং, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামের বিজ্ঞানীদের সংখ্যা বেশি।

'এশিয়ান সায়েন্টিস্ট' ২০১৬ সাল থেকেই এশিয়ার মেধাবীদের অর্জনের স্বীকৃতি দিচ্ছে। এই তালিকায় কার্যকরী কোনো আবিষ্কারে যাদের ভূমিকা আছে এবং সংশ্লিষ্ট বছরে কোনো জাতীয় বা আন্তর্জাতিক পুরষ্কারে ভূষিত হয়েছেন- এমন ব্যক্তিদের রাখা হয়।

আগামীনিউজ/সোহেল  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে