Dr. Neem on Daraz
Victory Day

সৌদিতে মিলল অবতরণ অনুমতি


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১, ১১:৩৬ এএম
সৌদিতে মিলল অবতরণ অনুমতি

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে বিশেষ ফ্লাইট অবতরণের অনুমতি মিলেছে। এতে দ্বিতীয় দিনে বিমানের মোট ১২টি বিশেষ ফ্লাইট পাঁচটি দেশের উদ্দেশ্যে যাবে। 

রোববার সকাল সাড়ে ১০টার মধ্যে রিয়াদের উদ্দেশ্যে বিশেষ ফ্লাইট রওনা শুরু করেছে। পাশাপাশি ওমানের মাস্কাটে ও দুবাইয়েও বিশেষ ফ্লাইট রওনা হয়েছে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ-মহাপরিচালক তাহেরা খন্দকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেদ্দায় বিশেষ ফ্লাইট অবতরণের অনুমতি ছিল। কিন্তু রিয়াদ ও দাম্মামে পৃথকভাবে অনুমোদন নিতে হয়। এজন্য বিশেষ ফ্লাইটের প্রথম দিন সমস্যা হয়। এখন রিয়াদ ও দাম্মামে বিশেষ ফ্লাইট অবতরণের অনুমতি মিলেছে। এজন্য আজ দাম্মামে বাড়তি একটি ফ্লাইট যুক্ত হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান জানান, সারাদিনে পাঁচটি দেশে ১২টি বিশেষ ফ্লাইটের স্লট নির্ধারিত রয়েছে। এরই মধ্যে রিয়াদ-মাস্কাট ও দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে তিনটি ফ্লাইট। আজ রোববার ফ্লাইট নিয়ে কোনো সমস্যা নেই। সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে